আন্তঃব্যাংক লেনদেন সহজ, নিরাপদ ও দ্রুত করার জন্য বাংলাদেশ ব্যাংক এর পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পত্র সূত্র নং-PSD-৯/২০১৫ তারিখ-০৯/০৯/২০১৫ এর মাধ্যমে Bangladesh Real Time Gross Settlement(BD-RTGS)- চালু করা হয়। গত ০১.১১.২০১৫ তারিখ হতে জনতা ব্যাংক লিমিটেড RTGS এর মাধ্যমে Bank to Bank (Pacs 009) লেনদেন করে আসছে। আন্তঃব্যাংক Customer to Customer লেনদেন চালু করার জন্য আইসিটিডি-অপারেশন কর্তৃক বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নির্দেশনা মোতাবেক কোর ব্যাংকিং সিস্টেম T24 এ RTGS নামে নতুন একটি Module Development করা হয়েছে। এই মডিউলের মাধ্যমে অত্র ব্যাংকের গ্রাহক একাউন্ট হতে অন্য কোন ব্যাংক এর RTGS Enabled শাখার গ্রাহককে টাকা প্রেরণ করতে পারবে। অনুরুপভাবে অন্য ব্যাংকের গ্রাহক জনতা ব্যাংকের শাখার গ্রাহকের একাউন্টে টাকা প্রেরণ করতে পারবে। অনুরুপভাবে অন্য ব্যাংকের গ্রাহক জনতা ব্যাংকের RTGS Enabled শাখার গ্রাহকের একাউন্টে টাকা প্রেরণ করতে পারবে।