• Credit Card
ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)১). সরকারী, আধাসরকারী, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবি, ব্যবসায়ী ও ব্যাংকের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিসহ জনতা ব্যাংকে কর্মরত কর্মকর্তাগণ এ ঋণ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবে।
২). গ্রাহককে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে।
৩).জনতা ব্যাংকের যে কোন শাখায় তাঁর নিজ নামে একটি হিসাব থাকতে হবে।
৪). প্রাইমারী ক্রেডিটকার্ড গ্রহীতার বয়সসীমা ২১ হতে ৬০ বৎসর এবং সাপ্লিমেন্টারী ক্রেডিটকার্ড গ্রহীতার বয়সসীমা ২১ হতে ৬০ বৎসর
ঋণসীমা (Limit)২০০০০০-৪০০০০০
সুদের হার (Rate)১৪%
এটিএম এ নগদ লেনদেনের ক্ষেত্রে লেনদেনের তারিখ হতে দৈনিক প্রোডাক্ট এর ভিত্তিতে মাসিক ১.১৭% হারে এবং POS লেনদেনের ক্ষেত্রে Transaction পোস্টিং এর তারিখ হতে দৈনিক প্রোডাক্ট এর ভিত্তিতে মাসিক ১.১৭% হারে।
কিস্তির ধরণ (Installment Type)মাসিক
লোনের মেয়াদ (Period of loan)ঋণের মেয়াদ ০১(এক) বছর। তবে সন্তোষজনক লেনদেনের প্রেক্ষিতে উক্ত ঋণ নবায়ন/বর্ধিত করা যেতে পারে
জামানাত (Security)ক). জামানত ব্যতীত (আনসিকিউরড) ঋণের ক্ষেত্রে চাকুরীজীবি আবেদনকারীর সম পর্যায়ের বা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার রেফারেন্স/গ্যারান্টি গ্রহণ করতে হবে এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের নিকট গ্রহন যোগ্য একজন ব্যক্তির রেফারেন্স/গ্যারান্টি গ্রহণ করতে হবে।
খ). জামানত সহ (সিকিউরড) ঋণের ক্ষেত্রে ”ক” বর্ণিত রেফারেন্স/গ্যারান্টিসহ গ্রাহকের নিজ নামীয়/তৃতীয় পক্ষীয় FDR/DPS/JBSPS/WES Earners bond এবং Deposit হিসাবের টাকা লিয়েন/ আবদ্ধ রাখতে হবে।
ঋণসীমাঃ
আনসিকিউরড ক্রেডিটকার্ডের ক্ষেত্রে (সাপ্লিমেন্টারী ক্রেডিটকার্ডে পরিমাণসহ) ঋণসীমা সর্বেোচ্চ ২.০০(দুই) লক্ষ টাকা
সিকিউরড ক্রেডিটকার্ডের ক্ষেত্রে (সাপ্লিমেন্টারী ক্রেডিটকার্ডে পরিমাণসহ) ঋণসীমা সর্বেোচ্চ ৪.০০(চার) লক্ষ টাকা
অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)জনতা ব্যাংক লিমিটেড এর সকল শাখা সমূহ