দেশীয় ব্যাংকিং সেবায় সর্বপ্রথম!

হিসাববিহীন সুবিধাভোগীকে ব্যাংকিং চ্যানেলে সেবা প্রদান

০১। JB PIN Cash কি?

উত্তরঃ JB PIN Cash জনতা ব্যাংকের একটি নতুন সার্ভিস যার মাধ্যমে হিসাবধারী এবং হিসাববিহীন সুবিধাভোগকারীর নিকট সহজেই টাকা পাঠানো যায়।

 

০২। JB PIN Cash এর সুবিধা কোথায় পাওয়া যায়?

উত্তরঃ JB PIN Cash এর সুবিধা জনতা ব্যাংকের সকল শাখায় পাওয়া যায়।

 

০৩। JB PIN Cash এর মাধ্যমে কারা টাকা পাঠাতে পারবেন?

উত্তরঃ JB PIN Cash এর মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহকগণ টাকা পাঠাতে পারবেন।

 

০৪। JB PIN Cash এর মাধ্যমে প্রেরিত টাকা কে উঠাতে পারবেন?

উত্তরঃ JB PIN Cash এর মাধ্যমে প্রেরিত টাকা প্রেরক কর্তৃক নির্বাচিত নির্দিষ্ট ব্যাক্তি জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে উঠাতে পারবেন।

 

০৫। JB PIN Cash এর মাধ্যমে প্রেরিত টাকা উত্তোলনের জন্য কি কি প্রয়োজন হবে?

উত্তরঃ JB PIN Cash এর মাধ্যমে প্রেরিত টাকা উঠাতে প্রাপকের মোবাইল নম্বর, মোবাইলে প্রাপ্ত পিন কোড এবং ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/টিন) প্রয়োজন হবে।

 

০৬। JB PIN Cash এর মাধ্যমে প্রেরিত টাকা উত্তোলনের জন্য প্রাপকের কি কোন ব্যাংক হিসাবের প্রয়োজন আছে?

উত্তরঃ JB PIN Cash এর মাধ্যমে প্রেরিত টাকা উত্তোলনের জন্য প্রাপেকর ব্যাংক হিসাবের প্রয়োজন নাই। জনতা ব্যাংকে যাদের হিসাব আছে তারাও এই সুবিধা পাবেন।

 

০৭। JB PIN Cash এর মাধ্যমে প্রতিদিন কত টাকা পাঠানো/উত্তোলন করা যায়?

উত্তরঃ প্রতিদিন প্রতিবারে ১.০০ (এক) লক্ষ করে সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত পাঠানো/উত্তোলন করা যায়।

 

০৮। JB PIN Cash এর মাধ্যমে টাকা পাঠানোর কমিশন কত?

ক্রমিক বিবরণ হার
০১। ১/- হতে ১০,০০০/- ২০/
০২। ১০,০০১/- হতে ২৫,০০০/- ৩০/-
০৩। ২৫,০০১/- হতে ৫০,০০০/- ৬০/-
০৪। ৫০,০০১/- হতে ১.০০ লক্ষ ৮০/-

 

০৯। প্রাপকের টাকা থেকে কোন কর্তন করা হয় কি না?

উত্তরঃ প্রাপকের টাকা  থেকে কোন চার্জ বা কমিশন কর্তন করা হয় না।

 

SL TITLE VIEW DOWNLOAD
1 JB Pin Cash Poster